চাঁদপুর

চাঁদপুর মিশন রোডে সাড়ে ৩শ’ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

চাঁদপুর শহরের মিশন রোডের মমিন মটরস-এর মালিক ব্যবসায়ী মমিন ভূঁইয়া (২৮) কে সাড়ে ৩শ’ পিচ ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মমিন মিশন রোড এলাকার শাহজাহান ভূঁইয়ার ছেলে।

মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এস আই রাশেদুজ্জামান ও অনুপ চক্রবর্তী গোপন সংবাদের ভিক্তিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মমিনের দেহ তল্লাসী করে সাড়ে ৩শ’ পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ ওলি জানায়, ‘আটক মমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ২৩ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Share