Home / চাঁদপুর / চাঁদপুর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
চাঁদপুর সরকারি মহিলা কলেজ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারের কলেজছাত্রীদের সেলফি তোলার হিড়িক। ছবি- চাঁদপুর টাইমস

চাঁদপুর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার (২ মার্চ )বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়ার সভাপতিত্বে ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো.এনামুল হক পাটওয়ারী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল হকের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী,স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামসুল ইসলাম মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজির দেওয়ান প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪০ পিএম, ০৩ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply