চাঁদপুর সরকারি মহিলা কলেজের নিখোঁজ দুই ছাত্রীকে ডিবি পুলিশ ঢাকার শনির আখড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে। নিখোঁজ দ্বাদশ শ্রেনির ছাত্রী পারমিতা দেকনাথ ও সুমাইয়া আক্তার গত ১২ অক্টোবর থেকে নিখোজ ছিল।
নিখোজ হওয়ার পর পরিবারে লোকজন পুলিশ সুপারের দ্বারস্থ হন। এর পর তারা মডেল থানায় দুটি ভিন্ন ভিন্ন জিডি দায়ের করেন। পুলিশ ফোন ট্রেকিংয়ের মাধ্যমে তাদের স্থান সনাক্তপূর্বক তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ডিবি এসআই আহসানুজ্জামান লাবু জানান, ‘পরিবারের সাথে ক্ষোভ করে তারা এ কাজ করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে।’
এদিকে পৃথক আরেক অভিযানে চাঁদপ্ুরে প্রহরীকে হত্যা করে ডাকাতি হওয়া ৪ মোটরসাইকেলের ১টি উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১৬ অক্টোবর বিকেল ৪ টায় পুলিশ শহরের বাবুরহাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় সেটি উদ্ধার করে। তবে নির্মম এ হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি।
তাদের গ্রেফতারে পুলিশ সুপার শামছুনাহারের নির্দেশনা পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১:৫৯ পিএম, ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur