চাঁদপুর

চাঁদপুর মহিলা আওয়ামী লীগের জঙ্গিবিরোধী সংহতি সমাবেশ

‘মৃত্যুর মিছিল থামাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানুষ হত্যা ও জঙ্গি বিরোধী সংহতি সমাবেশ মঙ্গলবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপনেত্রী শিপ্রা দাস, সাবেক পৌর মহিলা কাউন্সিলর, খালেদা বেগম, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যাপিকা মহিলা নেত্রী ফেরদৌসি বেগম, মতলব পৌর মেম্বার রেনু আক্তার, মহিলা নেত্রী আসমা আক্তার মনি, কাউন্সিলর শাহানাজ আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা পৌর কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, মহিলা নেত্রী শাহানারা বুলবুল, রোকেয়া সুলতানা মুক্তিসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। তারা দেশের ভাব মূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তাদের এই অপশক্তি আমরা কিছুতেই বরদাস্ত করবো না। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নিরসনে ঐক্যবন্ধ হয়ে কাজ করবো। চাঁদপুর মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। আমরা চাঁদপুরে কোন ভাবেই জঙ্গিবাদের আস্তানা গড়ে উঠতে দিবো না।

বক্তারা বাড়ির মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যারা নতুন বাসা বাড়া দিচ্ছেন। আপনারা আইডি কার্ড ও তাদের পরিচয় ছাড়া কোন ভাবেই বাসা ভাড়া দিবেন না। এখন থেকে আপনারদের সজাগ থাকতে হবে। কারণ জঙ্গিরা দেশের বিভিন্ন স্থানে তাদের আস্তানা তৈরিার জন্য চেষ্টা চালাতে পারে।’

প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ৪ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share