চাঁদপুর

চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে স্বপ্নতরু’র বৃক্ষরোপণ

চাঁদপুর মডেল থানায়‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’এ শ্লোগনকে ধারণ করে সোমবার (৭ জুলাই)‘স্বপ্নতরু’সামাজিক সংগঠনের আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে। চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে ঔষধি,বনজ ও ফলজ গাছ রোপণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.ওয়ালী উল্লাহ অলী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার মাহবুবুর রহমান মোল্লা,কমিউনিটি পুলিশিংয়ের সিপিও হারুন আর রশীদ,কমিউিনিটি পুলিশ অঞ্চল ৫ এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার যুগ্ম-সম্পাদক মো.ওহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া ।

আরো ছিলেন রিপোর্টার সাইদ হোসেন অপু,স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শরীফুল ইসলাম,মো.মোরশেদ,সদস্য মো.শামীম আহমেদ,মো.শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম বাপ্পি,কানিজ ফাতেমা মিতু,আফসানা আক্তার,আয়শা খান,তাসমিয়া মুনতাহা,ফাতেমা আক্তার,আকলিমাআফরিন,রোকসানা আক্তারসহ সংগঠনের অন্যান্যরা সদস্যবৃন্দ।
করেসপন্ডেন্ট
:আপডেট,বাংলাদেশ সময় ৬:১০ পিএম,৭ আগস্ট ২০১৭,সোমবার
এজি

Share