চাঁদপুর মডেল থানায় ওসি ওয়ালী উল্লা’র যোগদান

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওয়ালী উল্লাহ্ অলী যোগদান করেছেন।

১৭ মে মঙ্গলবার তিনি সাবেক ওসি মামুনুর রশিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। ওয়ালিউল্লা ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন।

সর্বপ্রথম ডিএমপিতে চাকুরি শুরু করেন। পরে তিনি সিএমপি, এসএমপি, চট্রগ্রাম জেলা ও হাইওয়ে পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে ময়মনসিং জেলার নান্দাইল থানা, চট্রাগ্রাম রাগুনিয়া মডেল থানা ও সর্বশেষ চাঁদপুর হাইমচর থানায় দায়িত্ব পালন করেন।

ওয়ালিউল্লাহ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, এমএ, এলএলবি পাশ করেন।

তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পরিকুল পাড়া গ্রামের মৃত মিন্নাত আলীর ছেলে। সাংসারিক জীবনে ২ কন্যা সন্তানের জনক।

আশিক বিন রহিম[/author]

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১৭ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share