চাঁদপুর

চাঁদপুর সদর মডেল থানার ওপেন হাউজ ডে

চাঁদপুর সদর মডেল থানার ‘ওপেন হাউজ ডে’ সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি বলেন, মাদক চিরতরে নির্মূল করা সম্ভব না। তবে সম্প্রতিক সময়ে অনেকটাই কমে এসেছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা মাদক বিক্রেতাদের কোনো প্রকার ছাড় দিবো না। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে।’

তিনি আরো বলেন, ‘শহরের বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এখান থেকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজ শুরু করা হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’তে বক্তব্য রাখেন এএসপি সদর সার্কেল মো. নজরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং-এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সসম্পাদক সোহেল রুশদী, ৮নং বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ১৪ নং রাজরাজেস্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বোপারী, ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাচ্চু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর জিএম শাজাহান, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, সাংবাদিক মির্জা জাকির, কমিউনিটি পুলিশিং-অঞ্চল ১৪-এর সভাপতি দেলোয়ার হোসেন ঢালী প্রমুখ।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Share