চাঁদপুর

চাঁদপুর মঞ্চের আয়োজনে বনভোজন

সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর মঞ্চের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজন উপলক্ষে গত রোববার চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর চরাঞ্চলসহ কয়েকটি নদী এলাক পরিদর্শন করে সংগঠনটির পরিবারের সদস্যরা।

বনভোজনে খেলাধুলার আয়োজনের মধ্যে ছিলো মোরগ লড়াই, চেয়ার দখল, বালিশ খেলা, ছোটদের দৌড় প্রতিযোগিতা, ফুটবল, হাঁড়ি ভাঙ্গা ইত্যাদি।

খেলা শেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা ইব্রাহীম, ।

সার্বিক পরিচালনায় ছিলেন, সালমান, ফরহাদ, ফজলুর রহমান, জুয়েল, মাছুম,ফয়সাল, আনিছ।

উপস্থিত সদস্যদের ছিলেন কিরণ, রাকিব, রুপু, সবুজ, মিয়াদ, সাইফুল, সাগর, করিব, হৃদয়, রোকন, কাজী আফতাব সামী, মো আজাদ, কাজী আহনাফ, কাজী জেবা প্রমুখ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

। আপডেট : ০৯:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার
ডিএইচ

Share