চাঁদপুর জেলার বানিজ্যিক এলাকা পুরাণবাজার লোহারপুল ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি ও মক্কা অটো রাইস মিলের মালিক মো. হুমায়ুন কবির বাদল বেপারী সোমবার (৩ জুলাই) রাত ১১ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না…. রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, ভাই- বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাংখী রেখে গেছেন।
মঙ্গলবার (৪ জুলাই) বাদ যোহর চাঁদপুর রয়েজ রোড মক্কা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাদল বেপারির মৃতুতে চাঁদপুর জেলা অটো রাইস মিল মালিক সমিতি, পুরাণবাজার রিভার সাইড কিন্ডার গার্টেন, ভাইভাই স্পোর্টিং ক্লাব, অনুপম নাট্যগোষ্ঠীসহ বিভিন্ন সমাজিক সংগঠনের কর্মকর্তা ও সদস্যগণ গভীল শোক জানিয়েছেন।
প্রতিবেদক : আশিক বিন রিহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৩৬ পিএম, ৪ জুলাই ২০১৭, মঙ্গলবার strong>
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur