চাঁদপুর

চাঁদপুর ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীদের কারাদণ্ড

চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। বুধবার বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদকসেবী আটক, মাদক উদ্ধার ও কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

তিনি জানান, চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট নদীর পাড় হতে এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় উত্তর শ্রীরামদি জামতলার সহিদ মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২০)কে ৩ মাসের কারাদণ্ড ও রেলওয়ে কাঁচা কলোনির আব্দুল কাদের মৃধার ছেলে মো. আরিফুল ইসলাম (২২) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে ৩ মাস কারাদণ্ড এবং প্রত্যেককে ৩শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান, পেশকার মো. জহিরুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সের ও পুলিশ সদস্যবৃন্দ।

সিনিয়র করেসপন্ডেন্ট, ১৯ মার্চ ২০২০

Share