‘ইলিশের বাড়ি চাঁদপুর, ভিক্ষাবৃত্তি হোক দূর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলাকে ভিক্ষুক মুক্তকরণ সম্পর্কিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো. মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার পিপিএম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুর ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের সর্বত্মক চেষ্ট রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের একাউন্টে ১ কোটি ১৩ লাখ টাকা রয়েছে। এ বিষয়ে সহসাই কাজ শুরু হবে।
এছাড়াও জেলা প্রশাসক তার বক্তব্যে, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারকে চলতি বছরের মে মাসের মধ্যে সমাজের সর্রস্তরের প্রতিনিধিকে সম্পৃক্ত করে ভিক্ষুকমুক্তকরণ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভিক্ষুকমুক্তকরণের ১ম পর্যায় সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম