Thursday, May 07, 2015 12:23:10 AM
মোঃ জাবেদ হোসেন, ক্রাইম রিপোর্টার :
চাঁদপুরে শহরের বড় স্টেশন এলাকায় রেস্ট হাউজে সামনে মাছ ঘাট কর্র্মী মুজার একচালা ঘরে প্রতিনিয়ত গ্রুপিং করে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে।
জানা যায়, এখানে প্রতিনিয়ত রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত গ্রুপিং করে ইয়াবা সেবন চলে । ইয়াবাসেবীরা এখান থেকে ইয়াবা সেবন করে এলাকায় হৈ-হুল্লোড় করায় বর্তমানে স্থানীয় বাসিন্দারা অস্থিরতায় দিন কাটাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান মুজার কাছ থেকে একচালা ঘর ভাড়া নেয় অপরিচিত আলাউদ্দিন। ভাড়া নেওয়ার পর থেকে তাদের এই কর্মকা- চলতে থাকে আর এদের অত্যাচারে এলাকার সাধারণ বাসিন্দারা ঠিকমত বসবাস করতে পারছে না।
মুজাও না জেনে ইয়াবসেবীদেরকে ঘর ভাড়া দিয়ে চরম বিপদে দিন কাটাচ্ছেন। তাদেরকে ঘর ছাড়তে বললে তাকে মেরে ফেলার হুমকি দেয়। (ফাইল ছবি)
চাঁদপুর টাইমস/ডিএইচ/একজেএইচ/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur