চাঁদপুর বড়স্টেশন মোলহেডস্থ বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পর্যটন কেন্দ্রের ভেতরকার বেশ কয়েকটি খেলনা ও অন্যান্য পণ্য সামগ্রীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
২৭ ফেব্রুয়ারি রোববার দিনগত রাত অনুমানিক দেড়টার সময় মোলহেডে প্রবেশের উত্তর পাশ্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রোববার রাতেই স্থানীয় জনতা এবং চাঁদপুরর ফায়ার সার্ভিসের দমকলবাহিনী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ড সেটি এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিত থেকে আগুণের সূত্রপাত ঘটে। পাশাপাশি এই অগ্নিকাণ্ড কারো শত্রুতাবশত কি না, সেটিও খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২৮ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur