হঠাৎ বৃষ্টিতে প্রায় ২শ’ ফুট স্থানে ফাটল ও হেলে পড়েছে চাঁদপুর বড় স্টেশনের নির্মাণধীন ফ্লাটফর্ম।
২ জুন বৃহস্পতিবার এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোরছালিন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ২৯ মে হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন ফ্লাটফর্মটির প্রায় ২শ’ ফুট দেওয়াল ভেঙ্গে ও হেলে যায়।
পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর (কার্য) উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল নূর, ইঞ্জিঃ রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে চাঁদপুর বড় স্টেশনে ৯শ ফিট লম্বা একটি ফ্লাটফর্ম নির্মাণ হচ্ছে। গত ২৯ মে হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন ফ্লাটফর্মটির প্রায় ২শ’ ফুট দেওয়াল ভেঙ্গে ও কয়েক স্থানে ফেটে যায়। এরপূর্বেও অপর প্রান্তের ফ্লাটফর্মটি নির্মাণ করার সময় একই কারনে ভেঙ্গে যায়।
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোরছালিন রহমান জানান, হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন ফ্লাটফর্মটির দেওয়াল ভেঙ্গে ও কয়েক স্থানে হেলে যায়। প্রায় ২শ ফিট স্থান আমরা নির্ধারণ করেছি। ভাঙ্গন ও হেলে যাওয়া অংশে কাজ চলছে। এখন কাজ না করার কোন সুযোগ নেই।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২ জুন ২০২২