চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় বোমা বিস্ফোরনে শিশু আহতের ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুন) বিকেলে মাদ্রাসা রোডের উপলতা ভিলার হোল্ডিং নাং (১৪৩/১৩০) বাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলামের শিশু পুত্র সাজ্জাদ দেওয়ার (৪) বোমা বিস্ফোরনে গুরুত আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তার অবস্থা আশংঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।
এ বিষয়ে আহত সাজ্জাদের মা জানায়, দুুপুরে সাজ্জাদ ঘর থেকে বের হয়ে বাসার সামনে খেলাধুলা করছিলো। খেলার সময় তার হাতে একটি লাঠি ছিলো। কোটার মতো কিছু একটা দেখতে পেয়ে উঠাতে খেলারছলে আঘাত করলে কোটাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সাজ্জাদের এক হাতের সবকটি আঙ্গুল পড়ে যায় এবং তার দু’পা এবং শরীরের কিছু অংশ জলসে যায়। বোমা বিস্ফোরণে পরে পুরো এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।’
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরুক আহমেদ ও সেকেন্ড অফিসার মনির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ চাঁদপুর টাইমসকে জানান, ‘ঘটনাস্থলে ককটেল বা আতসবাজীর কোনো আলামত পাওয়া যায়নি। সেখানে এমন কিছু পাওয়া যায়নি যে তা দেখে নিশ্চিত হতে পারবো আসলে কি বোমা বিস্ফোরণ হয়েছে।
]প্রতিবেদন- শরীফুল ইসলাম []