চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের বাস স্টেশন এলাকায় বৃস্পতিবার (৮ মার্চ) বিকেলে মাছ বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদের দায়ে ১ টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা ৮ কেজি পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন জানান,চাঁদপুর শহরের বিপনীবাগ ও বিষ্ণুদী রোড বাজারে অভিযান পরিচালনা হয়। সেখানে বাজারের দোকান গুলোতে ঘুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বর্জনের পরামর্শ প্রদান করা হয়। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন-এর বিরুদ্ধে অত্র কার্যালয়ের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানটি হলো মা সুপার সপ ।
স্টাফ করেসপন্ডেন্ট