চাঁদপুর শহরের কালিবাড়ী এলাকার কোর্ট স্টেশন পশ্চিম পার্শ্বের প্লাটফর্মে সেকান্দর কোম্পানীর মাছের গদি ঘরে মুকবুল হোসেন (৪২) নামের এক শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ( ২৮ মার্চ) এ ঘটনা ঘটে।
এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া মালেগোকান্দি গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, মুকবুল হোসেন দীর্ঘদিন ধরে সেকান্দর কোম্পানীর গদি ঘরে চাকুরী করতো। ২৮ মার্চ সকাল ৮টায় অপর স্টাফ বিল্লাল হোসেন গদিতে এসে দেখতে পান গদিঘরের দরজা খোলা। ভেতরে মুকবুল হোসেন বিষের যন্ত্রণায় ছটপট করছিল। পুরো ঘরে এন্ডিনের বিষাক্ত গন্ধ ছড়াচ্ছে। বিল্লালের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মুকবুলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক মুকবুলের অবস্থা আশংকাজনক দেখে দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সেখান থেকে পুনরায় তাকে ঢাকায় প্রেরণ করে। পথিমধ্যে চান্দিনা এলাকায় গেলে মুকবুল মারা যায়।
মুকবুলের মৃত্যুর বিষয়ে তারছোট ভাই ওমর ফারুক (২৪) চাঁদপুর মডেল থানায় লিখিতভাবে অপমৃত্যু অভিযোগ দায়ের করে।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ০১: ০০ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur