‘স্টেশনের রেলগাড়িটা মাইনা চলে ঘড়ির কাঁটা।’— গানের কথার মতো বাংলাদেশ রেলওয়ে মাঝেমধ্যে সময়মতো ট্রেন ছাড়তে না পারলেও তাদের রয়েছে নির্দিষ্ট সময়সূচি। চাঁদপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চ ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি চাঁদপুর টাইমস পাঠকদের জন্য দেয়া হলো।
৭৩০ মেঘনা এক্সপ্রেস চাঁদপুর হতে ছাড়ে ভোর ৫:০০ টায় লাকসাম হয়ে চট্রগ্রামে পৌঁছে সম্ভাব্য বেলা ১০টায় ২০ মিনিট। (সপ্তাহের প্রতিদিন)
৩০ সাগরিকা এক্সপ্রেস : চাঁদপুর হতে ছাড়ে বেলা ১:৫০ মিনিটে, চট্রগ্রামে পৌঁছে সম্ভাব্য সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট। (সপ্তাহের প্রতিদিন)
৮১ নং ডেম্যু ট্রেন : চাঁদপুর হতে ছাড়ে বেলা ৯ টা:৩০ মিনিটে, কুমিল্লা পৌঁছে সম্ভাব্য দুপুর ১২ টা ৩৫ মিনিট। (শুক্রবার বন্ধ)
৮১ নং ডেম্যু ট্রেন : চাঁদপুর হতে ছাড়ে বিকেল ৪ টা:৩০ মিনিটে, কুমিল্লা পৌঁছে সম্ভাব্য রাত ৭ টা ৪০ মিনিট। (শুক্রবার বন্ধ)
সূত্র- বাংলাদেশ রেলওয়ে (এটি পরিবর্তন হতে পারে)
আরো দেখুন- চাঁদপুর-ঢাকা ঢাকা-চাঁদপুর লঞ্চ সময়সূচি
চাঁদপুর টাইমস ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ পিএম, ৩ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ