শরীফুল ইসলাম | আপডেট: ০৭:২৫ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০১৫, সোমবার
চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিপণীবাগ বাজারটি নির্ভরযোগ্য একটি বাজার হওয়া সত্ত্বেও বহু বছর ধরে এর আশেপাশে ময়লা-আবর্জনা, কর্দমাক্ত ও নোংরা পরিবেশের মধ্যেই অবস্থান।
ক’বছর পর পর রাস্তা সংস্কার করা হলেও, বাজারে পানি জমে থাকায় রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পরিণত হয়েছে।
এর মধ্যে নোংরা-দূষণযুক্ত পরিবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয় বাজারের অনেক ব্যবসায়ীকে।
তবে বিষয়টি নিয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ, পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ গ্রহণের খবর পাওয়া যায়নি।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিপণীবাগ বাজারের কাঁচা বাজার বিশেষ করে বাইরের মাছ বাজারের অবস্থা করুণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেওই পুরো বাজার কর্দমাক্ত হয়ে পড়ে।
শহরের স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দুস্কর হচ্ছে।
বিপণীবাগ বাজারে সব ধরনের মাছ, মাংস, তরকারি পাওয়া যায় বলে ক্রেতাদের ভীড় থাকে প্রতিদিন।
জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই বাজারে মাছ ক্রয়-বিক্রয় করতে নিয়ে আসে। দুপুর থেকেই মাছ বিক্রেতারা আসতে শুরু করে।
মাছের কাজে ব্যবহৃত পানি, কাঁচা বাজারের ময়লা, ব্রয়লার মুরগি, দোকানের ময়লা সব মিশ্রিত প্রতিদিনেরই বর্জ্য এই বাজারে অসহনীয় পর্যায় চলে যায়।
অন্যদিকে টানা ভারি বর্ষণে বাজারের ও পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন একবার পরিষ্কার করা হয় বলে জানা গেলেও এখানে প্রকৃতপক্ষে ময়লা-আবর্জনার ছড়াছড়ি দেখা যায়।
বাজার কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট কোনো লোক দিয়ে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেনি।
ভুক্তভোগী ক্রেতারা চরম ভোগান্তির শিকার হয়েও এই পরিবেশেই প্রতিদিন কেনাকাটা করছে।
সচেতনমহল বাজারের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জন্যে বাজার কমিটি, স্থানীয় কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি