দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বন্ধের পর, আগামী ২৪ নভেম্বর, ২০২৪ রোজ রবিবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) এর প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ছাড়া অন্য সকল বর্ষের ক্লাস শুরু হবে।
গত বৃহস্পতিবার বিকালে জরুরি এক সভায় চাঁবিপ্রবির উপাচার্য এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর রোববার শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে, যা সত্যিই আমাকে আশান্বিত করে।
তিনি আরো বলেন, জনবল সংকট সহ সকল সমস্যার মোকাবেলা করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এবং প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
চাঁবিপ্রবির আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন এই তিন বিভাগের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৮:০০ ঘটিকায় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু হবে।
গত ১৭ নভেম্বর,২০২৪ রোজ রবিবার চাঁবিপ্রবি প্রশাসন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণ করলেও, দুই জন শিক্ষকের অব্যাহতি জনিত সমস্যা অর্থাৎ শিক্ষক সংকট, জনবল সংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে ক্লাস শুরু করতে কিছুটা বিলম্ব হয়।
চাঁবিপ্রবির বর্তমান প্রশাসন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর নেতৃত্বে গত ১৯ ও ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বসেন। সেখানে দুই জন শিক্ষকের অব্যাহতি জনিত সমস্যার সমাধান, জনবল সংকট, স্থায়ী ক্যাম্পাস সহ সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। দুই জন শিক্ষকের অব্যাহতির বিষয়টা ইউজিসিতে তদন্তনাধীন রয়েছে। তারপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবেন।বর্তমান প্রশাসনের কাছে ভূমি অধিগ্রহণ সম্পর্কিত পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবের কারণে, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজের তেমন কোন অগ্রগতি নাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সার্বিক পরিস্থিতির কারণে, স্থানীয় প্রশাসন, সাংবাদিক সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে উপাচার্য মহোদয় সাক্ষাৎ গ্রহণের সময়-সুযোগ গ্রহণ করতে পারেন নি। উপাচার্য মহোদয় শীঘ্রই সকলের সাথে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
চাঁবিপ্রবির বর্তমান প্রশাসন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। বর্তমান প্রশাসন আগামীকাল ক্লাস শুরু করার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক সহ সকলের সহযোগিতা চেয়েছেন।
এছাড়াও, গত ০৯ নভেম্বর, ২০২৪ রোজ শনিবার
অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করে এবং দীর্ঘদিন পর অভিভাবক শূণ্য ক্যাম্পাসে উপাচার্যের যোগদানের মধ্য দিয়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,২৩ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur