চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও তার পরিবারের সদস্যরা দুর্বৃত্তদের দেয়া স্প্রেতে অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এসময় তিনি রেজাউল করিম মানিকসহ তার পরিবারের খোঁজখবর নেন।
প্রসঙ্গত, চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে রোববার (১৮ ডিসেম্বর) রাতে বিষাক্ত খাবার খাইয়ে ও স্প্রে ব্যবহার করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। বিষাক্ত খাবার ও স্প্রের প্রভাবে একই এলাকার দু’বাড়ির ১৬ জন অচেতন হয়েছে। এর মধ্যে তাঁর পরিবারও রয়েছে।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৫ : ৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur