চাঁদপুর

চাঁদপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মসূচি পালন

গ্যাসের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০ টায় সাবেক ছাত্রনেতা মানিকুর রহমান মানিক, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, বিএনপি নেতা আলী আহমদ কমিশনার, শহীদ ফারুক, মুকবুল হোসেন, আনোয়ার হোসেন বাচ্চু, আব্দুর রব, মজিবুর রহমান, সাইফুল ইসলাম খোকন গাজী, ছাতনেতা হাসানাত, জসিম মাঝি, টিটু, জিএম সেলিম, ইউসুফ মিয়াজী, হাবিবুর রহমান মিঠু, ফজলু, শুভ, হান্নান, মহিউদ্দিন, আহমদ দর্জি, জনি, মিলন, ফরহাদ, সেলিম, মাহবুব, আলী, মাসুম, জাকিরসহ অসংখ্য নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল বের হয়।

মিছিলটি বাসস্ট্যান্ড ইলিশ চত্ত্বর থেকে শুরু করে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

গ্যাসের মূল্য বৃদ্ধি সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসুচিতে নেতাকর্মীদেরকে নানা শ্লোগান দিতে দেখা গেছে।

অবস্থান কর্মসূচিতে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, ‘যেখানে বিদেশি বিনিয়োগ বন্ধ, দেশের মানুষ অর্থনেতিকভাবে ভঙুর অবস্থায় রয়েছে, সেখানে গ্যাসের মূল্য বৃদ্ধির হঠকারী সিদ্ধান্তে জনগণ ক্ষুব্দ। জবাবদিহী ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত নাই বলেই দেশে একের পর এক হঠকারী তথা জনবিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আজকের কর্মসূচির পর এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকার যদি ফিরে না আসে, তাহলে জাতীয়বাদী শক্তি জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে পূর্বের ন্যয় দুর্বার গতিতে সবাই একযোগে কাজ করতে হবে। তাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” শ্লোগানটি বাস্তবে রূপ নেবে।’

স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৮: ৫০ পিএম, ০২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share