বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ হওয়ায় এ সাফল্যকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে দেশব্যাপি শুরু হয়েছে বিশেষ সেবা সপ্তাহ।
মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ রোর্ড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ ব্যপারে বুধবার (২১ মার্চ) বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন জানান, বাংলাদেশ এরইমধ্যে নি¤œমধ্যম আয়ের দেশে পৌঁছাতে জাতিসংঘের নির্ধারিত শর্তাবলী অর্জন করেছে।
প্রধানমন্ত্রীর ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার রূপকল্প আজ বাস্তব হয়েছে তাঁরই সুযোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনার মাধ্যমে। প্রধানমনন্ত্রীর রূপকল্প ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো জানান, এ বিশেষ কার্যক্রম ৫ দিন চলমান থাকবে। সেবা গ্িরহতারা তাদের পরামর্শ/মন্তব্য অবহিত করলে ভবিষ্যতে আমাদের সেবার মান আরো উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিবেদক- আনোয়ারুল হক