চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ।
৫ আগস্ট শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারকারীরা জানান তার ব্যাগ তল্লাশি করে তিনটি লেখার খাতা পাওয়া যায়। সেই খাতায় তার নাম ফয়সাল গাজী বলে ধারণা করা হয়।
এছাড়াও তার ব্যাগে কিছু পাঞ্জাবী টুপি সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে বলে জানা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি এবং তার পরিচয় পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার/ ৬ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur