চাঁদপুর

চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে তিন ‘ইয়াবা ডিলার’ আটক

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শহরের বাসস্ট্যান্ড থেকে তিনি ‘ইয়াবা ডিলারকে’ সোমবার (৩ অক্টোবার) রাত সাড়ে ৯ টার দিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গুনরাজদী এলাকার মো. রাকিব পাটোয়ারী, পূর্ব শ্রীরামদী জামতলার মো. শাজাহান বেপারী (৩২), ফরিদগঞ্জ উপজেলার কাসারা মিজি বাড়ির লোকমান মিজি (৩৭)।

মঙ্গলবার (৪ অক্টোবর) তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর আদালতে প্রেরণ করা হলে, আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

গোয়েন্দা পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু, ও আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোড শাহাজাহান বেপারীর টিনশেড বিল্ডিং এ অভিযান পরিচালনা করে। ‘টেকনাফ থেকে ৫ হাজার পিছ ইয়াবা চাঁদপুরে আসতেছে’ এমন খবরে তারা সেগুলো গ্রহণ করার জন্য বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষায় ছিলো। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে শহরের তালতলা পাটোয়ারীর বাড়ি মুন্না পাটোয়ারী ও গুনরাজদী পাটোয়ারীর বাড়ির সোহাগ পাটোয়ারী
পালিয়ে যেতে সক্ষম হয়। বাকীদেরকে সেবনরত অবস্থায় আটক ও ৪২ পিস ইয়াবা এবং সেবনের সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইল চাঁদপুর টাইমসকে জানান, ‘আটকৃতরা নিজেদের মধ্যে বন্টন করে নেয়া উদ্দেশ্যে টেকনাফ থেকে ৫ হাজার ইয়াবা আসার অপেক্ষা করছিলো এবং ঘটনাস্থলে বসে ইয়াবা সেবন করা অবস্থায় আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই।’

তিনি আরো জানান, ‘মুন্না, সোহাগ,শাহাজাহান এরা বড় মাপের ডিলার। রাজিব এবং মুন্নাকে চাঁদপুর জেলা কারাগের মাদক সরবরাহ করতে গিয়ে আটক হয়, ওই সময় তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছর সাজা দেয়া হয়। আর শাহজাহান ১শ’ পিছ ইয়াবাসহ আটক হয়ে কারাগারে যায়। এদের সবাই জামিনে ছাড়া পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।’

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৫০ এএম, ০৫ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ

Share