চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে সম্পত্তিগত বিরোধে বিধবা বৃদ্ধা মা ও মেয়ের ওপর হামলা চালিয়ে জখম করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বালিয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই বাড়ির মৃত আলেফ খানের স্ত্রী বৃদ্ধা শাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে শাহেলা বেগম (৩৫)। আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত বিধবা শাহানারা বেগম বলেন, ‘তার স্বামীর এক একর ৯৫ শতাংশ জমি নিয়ে একই এলাকার গোলাপ খানের ছেলে বাবলা খান, ওসমান খানের ছেলে সুলতান খান, রেদওয়ান খান গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রসঙ্গত, তাদের সে জমি জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এ নিয়ে চাঁদপুর আদালতেও মামলা চলমান রয়েছে বলে তারা জানান। এমনকি তাদের উভয় পক্ষের এমন বিরোধ মিমাংসার জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বেশ কয়েকবার সালিস বৈঠক করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রায় বছর খানেক আগে সালিস বসলে বাবলা খান গংরা তাদের জমি ফিরিয়ে দিবে বলে কথা দেন। তারই প্রেক্ষিতে বাড়ির একটি পুকুর ভরাট করা হয় এবং ভরাট বাবদ শাহানারা বেগম ৫০ হাজার টাকাও দেন তাদেরকে। পুকুর ভরাট শেষে ভাগ ভাটোয়ারা করে শাহানারা বেগমকে ৩ শতাংশ জমি দেয়া হয়। আর ওই ৩ শতাংশ জমি থেকে বিধবা শাহানারা বেগম দেড় শতাংস জমি বিক্রি করেন।কিন্তু যাদের কাছে তিনি জমি বিক্রি করবেন বলে টাকা বায়না করেছেন বাবলা খানরা তাদেরকে সেখানে যেতে না দিয়ে অনেক ভয় ভীতি এবং বাঁধা প্রদান করেন।পরবর্তীতে জমি বিক্রির সে বায়নার টাকা তারা ফিরিয়ে দেন।’
ঘটনার দিন শাহানারা বেগম মাটি ফেলে তার জমিতে বৃক্ষ রোপন করতে গেলে বাবলা খান, সুলতান খান, রেদওয়ান খান, বাবলার ছেলে সাকিল খান, ছিদ্দিক খানের ছেলে এনায়েত উল্ল্যাহ খান, তার স্ত্রী পারভিন বেগম, এবং বাবলা খানের স্ত্রী শাহিদা বেগমসহ তাদের পরিবারের লোকজন শাহানারা বেগমকে সেখানে মাটি না ফেলার জন্য নিষেধ করে তাকে এলোপাতারি ভাবে কিল, লাথি ঘুষিসহ বেদরক মারধর করতে থাকে। এসময় তার মেয়ে শাহেলা বেগম মাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তারা তাকেও বাঁশ এবং লাঠি দিয়ে এলোপাতারি মারতে থাকে।
তাদের হামলায় তারা মা মেয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ জাহিদ হোসেন বলেন, ‘আমি পরে শুনেছি যে তারা জমি সংক্রান্ত বিরোধে মানামারি করছে। পরে খবর পেয়ে তাদের উভয় পক্ষকে দেখতে ঘটনাস্থলে গিয়েছি।’
এ বিষয়ে বাবলা খান হামলার কথা অস্বীকার করে বলেন, ‘তাদের সাথে কি হয়েছে সেটা ঘটনাস্থলে এলেই বুঝতে পারবেন। আমরা তাদেরকে মারিনি। তাদেরকে কারা মেরেছে সেটা তারাই বলতে পারবে।’
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছেন আহতদের পরিবার।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur