Home / চাঁদপুর / চাঁদপুর বালক প্রাথমিক বিদ্যালয়ে ২ শিক্ষার্থীর বৃত্তিলাভ
চাঁদপুর বালক প্রাথমিক বিদ্যালয়ে ২ শিক্ষার্থীর বৃত্তিলাভ

চাঁদপুর বালক প্রাথমিক বিদ্যালয়ে ২ শিক্ষার্থীর বৃত্তিলাভ

চাঁদপুর শহরের ৫নং বালক (কদমতলা ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৫ পরীক্ষায় ২জন ছাত্রের বৃত্তি লাভ ও শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে ।

এ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৫ পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬জনই পাশ করেছে।

গত ১৯ এপ্রিল প্রকাশিত প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের তালিকায় এ বিদ্যালয় থেকে ২জন ছাত্র সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে । এরা হলেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মোঃ আবদুল কাদির (ফাহিম ) রোল নং ২০৭৯ ,তার পিতা উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক ও মাতা রুজিনা আক্তার ।

বৃত্তিপ্রাপ্ত অপরজন শিক্ষার্থী হলেন,কে এস ফারদিন হোসেন মেরাজ (রোল নং ২০৭৮) , তার পিতা মোঃ কে এস দেলোয়ার হোসেন ও মাতা ফারজানা আক্তার ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকার এবং প্রধান শিক্ষকা তাহমিনা বেগম জানান,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং শতভাগ পাশ করা শিক্ষার্থীদেরও অভিনন্দন জানাচ্ছি । আমরা চেষ্টা করছি এ বিদ্যালয় ভালো ফলাফল করার ।

তিনি আরো বলেন, আমরা শিক্ষক-ম্যানেজিং কমিটি ও –অভিভাবকদের সম্বলিত প্রচেষ্টায় আশা করছি ভবিষতে সমাপনী পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করতে সক্ষম হবো। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি ।

: আপডেট ৯:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ