চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে জেলা পরিষদের জমিতে বাণিজ্যিকভাবে ভবন নির্মাণের জন্য ৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ভবনের আংশিক উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।
অভিযানে উপস্থিত চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে এখানে লিজ নিয়ে ব্যবসা করছিলেন ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হলেও সহযোগিতা করছেন তারা। ভবন নির্মাণ হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও জানান, ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা বাণিজ্যিক ভবন নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ। নির্মাণ কাজের জন্য সময় লাগবে দুই বছর।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান।
ঈদুল আজহার আগে এসব ব্যবসায়ীদের উচ্ছেদের লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল।
অভিযানের সময় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক,২৯ জুন ২০২৪