চাঁদপুর

চাঁদপুর বাবুরহাট থেকে ৩ খদ্দেরসহ পতিতা আটক

চাঁদপুর শহরের বাবুরহাট মাছবাজার এলাকায় সৈদিয়া মার্কেটের দ্বিতীয় তলার ভাড়াটিয়া পতিতাদের বাসায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ পতিতা ও খদ্দরসহ ৩জনকে আটক করে।

তবে পুলিশ উৎকোচের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয় বলে এলাকাবাসি অভিযোগ করেছেন। রোববার দুপুরে চাঁদপুর মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাভু সঙ্গীয় ফোর্স নিয়ে দালাল খলিল খাঁনের ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়।

জানা যায়, বাবুরহাট মাছবাজার এলাকায় প্রবাসী কবির মিজির মালিকানাধীন সৈদিয়া মার্কেটের দ্বিতীয় তলা দাসদির মৃত বজল খাঁনের ছেলে গরুর গোস্ত ব্যবসায়ি খলিল খাঁন ভাড়া নিয়ে প্রতিতা ব্যবসা শুরু করে।

খলিল খাঁন তার রক্ষিতা মহামায়ার জরিনাকে দিয়ে প্রতিতা ব্যবসা দির্ঘদিন যাবত করে যাচ্ছে। সৈদিয়া মার্কেটের মালিক প্রবাসী কবির মিজির বোনের জামাই বাবলু তাদেরকে সাহস দেওয়ায় দালাল খলিল খাঁন প্রতিতা ব্যবসা দীর্ঘদিন যাবত নিরাপদে চালিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে প্রতিতা ও খদ্দরসহ ৩জনকে আটক করে। পরে উৎকোচের বিনিময়ে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।

এ ঘটনায় মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাভুর কাছে জানতে চাইলে তিনি চাঁদপুর টাইমসকে জানান, বাবুরহাট মাছবাজার এলাকায় অভিযান করা হয়েছে। সেখানে পতিতা থাকায় আমরা চলে আসছি।’

(ফাইল ছবি)

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍এএস/ডিএইচ/২০১৫

Share