চাঁদপুরে আব্দুর রহমান খোকন (৪৫) কে ২০ পিছ ইয়াবাসহ রোববার বেলা সাড়ে ১১ টায় বাবুরহাট মডেল টাউনের পেছনে সিএনজি থেকে আটক করেছে ডিবি পুলিশ।
কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের মালেক মিজির ছেলে আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে গরিব অসহায় মেয়েদের কাজ দেওয়ার নাম করে জোর পূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ রয়েছে।
খোকন সিএনজি চালানোর নামে মাদক পাচার করে। এ সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর বাবুরহাট মডেল টাউনে অভিযান চালিয়ে তাকে ২০ পিছ ইয়াবা সহ আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, দালাল খোকন কে পুলিশ বেশ কয়েকবার পতিতাসহ তার বাসা থেকে আটক করে। কিছুদিন পূর্বে তার স্ত্রী লাকি বেগমকে মারধর করা ঘটনায় পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। জামিনে বের হয়ে আবারো তার স্ত্রী লাকির মাধ্যমে পতিতাদের দিয়ে ব্যবসা শুরু করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাওন পাটওয়ারী : আপডেট ৫:০০ এএম, ২৫ এপ্রিল ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur