চাঁদপুর

চাঁদপুর বাবুরহাটে ৪ মণ গরুর মাংস ভ্রাম্যমাণ আদালতে বিনষ্ট

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যেভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৩০ মে) দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজরে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বাবুরহাটে গরুর মাংসের দোকানে পাঁচা-নষ্ট মাংস পাওয়ায় ৪ মণ গরুর মাংশ বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল ও মার্কেটিং অফিসার এন এম রেজাউল করিম।

এ সময় বাবুরহাটের দু’টি গরুর মাংস ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও ওয়ারলেস বাজারে একটি দোকানে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড় একইদিন শহরের কালিবাড়ী মার্কেটে ১ থেকে ৩শ’ টাকার একটি কসমেটিক দোকানে নকল পণ্য থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মার্কেটিং অফিসার জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Share