চাঁদপুর

চাঁদপুর বাবুরহাটে রস বিলাসের চতুর্থ শাখা উদ্বোধন

চাঁদপুর বাবুরহাটের মতলব রোডে রস বিলাসের চতুর্থ শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা বাংলা মোটর জামে মসজিদের খতিব মাও. মোহাম্মদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন রস বিলাসের স্বত্ত¡াধিকারী আতিকুর রহমান, ওয়ারলেস মাদ্রাসার মোহতামিম মাও. মনির হোসেন, দারুল ফজল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাও. আবুল হাসানাত, বাবুরহাট মসজিদের খতিব মুফতি ফারুক আহমেদ, বাবুরহাট জি.এম মসজিদের খতিব মাও. জাকির হোসাইন, বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হোসেন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, চাঁদপুরের মিষ্টান্ন জগতের এক অনন্য নাম রস বিলাস মিষ্টান্ন ছাড়াও বেকারিও অন্যান্য খাবার আইটেমে প্রসিদ্ধ হয়েছে।

এছাড়াও চাঁদপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন ইলিশ চত্ত¡র মোড়, ওয়ারলেস বাজার, বাবুর হাট একাদশ ক্লাব মার্কেটে রস বিলাসের আরো ৩টি শাখা রয়েছে

স্টাফ রিপোর্টার
: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share