Home / চাঁদপুর / চাঁদপুর বাবুরহাটে বিষপানে বৃদ্ধার আত্মহত্যা
চাঁদপুর বাবুরহাটে বিষপানে বৃদ্ধার আত্মহত্যা

চাঁদপুর বাবুরহাটে বিষপানে বৃদ্ধার আত্মহত্যা

চাঁদপুরে শহরের বাবুরহাট এলাকায় বিষপানে আমেনা বেগম (৬০) নামে বৃদ্ধা আত্মহত্যা করেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে হাসপাতাল থেকে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত আমেনা বাবুরহাট এলাকার দাসদী বেপারী বাড়ির নূরুল হক বেপারীর স্ত্রী। বর্তমানে তার ৩ ছেলে রয়েছে।

নিহতের পুত্রবধু নিপা বেগম জানায়, সকালে আমার শ্বশুড়ের সাথে মায়ের বাক- বিতণ্ডা হয়। অনেকক্ষন পর আমরা তাকে খুঁজে না পেয়ে ঘরে গিয়ে দেখি তিনি শুয়ে আছেন। পরে তিনি সাড়া শব্দ না করায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এস আই বিপ্লব নাহা জানায়, হাসপাতাল থেকে জানানো হয়েছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদেন্তর জন্য মর্গে পাঠানো হচ্ছে।

তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক