চাঁদপুরের বাবুর হাট প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিব হাসান তুষার (১৬) নামের কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর যখম করেছে স্থানীয় ক’যুবক। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধা ৬টায় এ ঘটনা ঘটে।
আহত মহিব হাসান তুষার বাবুরহাট স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুর পৌরসভার ১৪ নং দাসদী এলাকার মাহমুদুল হাসানের ছেলে।
আহত মহিবের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধায় তার নিজ বাড়ি এলাকার স্কুল মাঠের সামনে সে বন্ধুদের সাথে কথা বলছিলো। এসময় মঠখোলা ওয়াবদা এলাকার সৈকত, সবুজ, ইয়াকুব ও বকুলসহ অজ্ঞাত আরো বেশ কয়েক যুবক দেশিয় অস্ত্র দিয়ে আচমকা মহিবকে এলো-পাতাড়ি কোপাতে থাকে। এসময় সন্ত্রাসীরা মহিবের হাত ও পায়ের রগ কেটে দেয়ার চেষ্টা চালায় এবং বুকে পিঠে একাধিক জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মহিবকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা পাঠায়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মহিবের পরিবার জানায়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author] : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur