চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় ‘বানরের ভেস্কিতে’ রোববার (৪ সেপ্টম্বর) সন্ধায় করিম মঞ্জিলে তিন তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত যুবকের চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের মাঝি বাড়ির সিরাজ মাঝির ছেলে সাইফুল ইসলাম।
সাইফুল শহরের শপথ চত্ত্বর মৈয়ুরী টেইলার্স এন্ড ফেব্রিকসের কারিগর হিসেবে কাজ করে আসছিলো।
প্রত্যক্ষদর্শীদের ক’জন চাঁদপুর টাইমসকে জানান, ‘ঘটনারদিন সন্ধ্যায় ময়ূরী টেইলাসের মালিক জামালের বাসার করিম মঞ্জিলে নিচের তলায় কারখানা থেকে কাজ শেষে রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাসার ছাদে উঠে। সেখানে গিয়ে কাপড় আনতে গেলে একটি বানর এসে তাকে তাড়া করে এবং মুখের উপর হামলা করে সাইফুল পেছন দিক দিয়ে ছাদ থেকে পড়ে যায়।’
তার শরীরের বিভিন্ন স্থান থেতলে গিয়ে রক্তাক্ত জখমস হয়। পরে আহত অবস্থায় তাকে বাঁচানোর জন্য তার সহকর্মীরা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
ময়ূর ফ্যাশন টেইলাসের মালিক রোটারিয়ান জামাল হোসেন চাঁদপুর টাইমসকে জানান ‘সাইফুল তার টেইলার্সের কারিগর ছিলো। সে রোববার সন্ধ্যায় শুকাতে দেয়া জামা কাপড় আনার জন্য তার বাসার ছাদে গেলে একটি বানর তার উপর আক্রমন করে। তখন সে বানরের তাড়া খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়।’
এ খবর পাওয়ার সাথে সাথে সাইফুলের পরিবারের লোকজন হাসপাতালে এসে ভিড় জমায় এবং হাসপাতালে হৃদয়বিধায়ক দৃশ্য। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই (উপ পরিদর্শক) রাশেদুজ্জামান হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি, পরিদর্শন করেছি। লাশের মাথা থেতলে গেছে, হত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।’
কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রায়হান চাঁদপুর টাইমসকে জানান, ‘হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।’
ঘটনস্থল এলাকা ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাছির চোকদার ও সংরক্ষিত নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াছ চাঁদপুর টাইমসকে জানান, ‘লাশ ময়নাতদন্ত ছাড়া কোনো পরিবারকে লাশ দেয়া হবে না।’
নিহত সাইফুলের ছোট ভাই নজরুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানায়, ‘আমাকে খবর দিয়েছে যে, আমার ভাই মারা গেছে, তাই হাসপাতালে এসে লাশ দেখতে পেয়েছি, কিভাবে কি হয়েছে তা এখনো জানি না।’
প্রতিবেদক- কবির হোসেন মিজি ও মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ