চাঁদপুর সদর

চাঁদপুর বাগাদী দরবার শরীফের পীরসাহেবের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর সদর উপজেলার বাাগদী দরবার শরীফের মরহুম পীর আলহাজ্ব মাও. ছালামত উল্যাহ খান (রহঃ) সুযোগ্য নাতী ও মরহুম আলহাজ্ব ছায়েদ উল্যাহ খান (রহঃ) এর পুত্র বাগাদী দরবার শরীফের পীরসাহেব (ছোট হুজুর) আলহাজ্ব হযরত মাওলানা আরিফ উল্যাহ খান শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

বাগাদী দরবার শরীফের পীরজাদা মাহফুজ উল্যাহ খান বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে তিনি জানান, মাও. আরিফ উল্যাহ খান বাইপাস অপারেশনের রোগী ছিলেন এবং দীর্ঘদিন থেকে তিনি উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর এবং তিনি ৩ পুত্র ১ কন্যা ও ১ স্ত্রী রেখে যান।

তিনি দীর্ঘদিন বাগাদী দরবার শরীফের দায়িত্বে থেকে দরবারের প্রতিষ্ঠান বাগাদী আহমদীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক, বাগাদী নিজগাছতলা ছালামত উল্যাহ খান (রহঃ) ইদগাহ ময়দান এর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ৮নং বাগাদী ইউনিয়ন কাজীর দায়িত্বে ছিলেন।

তাঁর মৃত্যুতে বাগাদী অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভক্ত ও মুরিদগণ শোকাহত।

রোববার সকাল সাড়ে ৮টায় মরহুমের জানাযার নামায বাগাদী দরবার শরীফের প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আপডেট :   বাংলাদেশ সময় : ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ২৭ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০১:৫৬ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share