চাঁদপুর হাইমচরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদ মিয়া রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার বাড়ীর সামনে থেকে আটক করেছেন হাইমচর থানা পুলিশ।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী মাসুদ উত্তর চরভাঙ্গা গ্রামের হযরত আলী তপাদারের ছেলে।
এ নিয়ে হাইমচর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৩।
এ ব্যপারে হাইমচর থানা অফিসার্স ইনর্চাজ মোঃ শেখ মুহসীন আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তি মাদক ব্যবসায়ী মাসুদ মিয়াকে আটক করি। তার বিরুদ্ধে হাইমচর থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে।’
প্রতিবেদক: বিএম ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur