দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশ বুধবার (৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
সাধারণ সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক রনজিত কুমার চৌধুরী, সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অভিষেক দাস, জেলা জন্মাষ্টমি উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লা ওলি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সিনিয়র আইনজীবী আয়ুব আলী বেপারী, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর এর উপ পরিচালক আব্দুল কুদ্দুছ, বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, ইসলামি ফ্রন্ট জেলা শাখার সভাপতি আবু জাফর মো. মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচ এম আহসান উল্ল্যাহ, সদর থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, বলেন, ‘ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসির নগর, হবিগঞ্জ, মাধবপুরসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ধর্মীয় মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর ভাংচুর, লুটপাাট, অগ্নিসংযোগ ও নির্যাতন করছে তাদের চিহ্নিত করতে হবে। এদের চিহ্নিত করে আইনের মাধ্যমে কঠোর শাস্থি নিশ্চিত করতে হবে। না হয় এসব সন্ত্রাসীরা আগামিতে এই ধরনে আরো ঘটনা ঘটাবে। কেউ যাতে আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur