চাঁদপুরে কচুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির (সেক্রেটারী) মোঃ সিরাজুল ইসলাম মাষ্টারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার(২৭ নভেম্বর) রাতে কচুয়া থানার এসআই মো. মামুনুর রশিদ তাকে কলমিয়া গ্রাম থেকে আটক করেন।পরের দিন তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত জামায়াত নেতা মো. সিরাজুল ইসলাম মাষ্টার শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।
কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূইয়া বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযান চলছে। আর তাকে একটি মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়।’
প্রতিবেদক:জিসান আহমদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur