ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চলে গেলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ২০০৫-২০০৬ সেশনের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মাহমুদুল্লাহ সাইফ (ইন্নানিল্লাহি…. রাজিউন) ।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, ব্রেইন টিউমার শনাক্ত হওয়ার পর গত ৩০ আগস্ট রাজধীরা অরোরা হাসপাতালে অপারেশন করেন ডা. মাহমুদুল্লাহ। অপারেশনের পরবর্তী বিভিন্ন জটিলতায় প্রায় একমাস ২০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে ডা. মাহমুদুল্লাহ স্ত্রী, ৬ বছরের সালমান ও দেড় বছরের সাফওয়ান নামে দুই সন্তান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ডা. মাহমুদুল্লাহ বিসিএস ৩৩তম স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
১৯ অক্টোবর শনিবার দুপুর বাদ জোহর চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। মরহুমকে নিজ এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সালেহ আহমদ, মরহুমের বড় ভাই মো ওবায়েদুল্লাহ আনছারী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র অথোপেডিক কনসালটেন্ট ডা: আনিসুর রহমান, বিএমএর সভাপতি ডা. নুরুল হুদা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফ ইকবাল, শহর জামায়াতের আমীর এড শাহজাহান খান, মেডিনোভার চেয়্যারম্যান শাহ জামান গাজী, এমডি কায়ুম খানের পরিচালনায় জানাজা নামাজের ইমামতি করেন নাজির পাড়া জামে মসজিদের ইমাম গাজী হানিফ।
জানাজায় উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আনোয়ার হোসেন শেখ, দৈনিক চাঁদপুর দিগন্তে সম্পাদক ও প্রকাশক এডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ড. সোহেল আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি ফারুক হোসেন সহ সদর হাসপাতালের ডাক্তার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, শাহরাস্তির বাসিন্দা মাওলানা আব্দুর রাজ্জাকের ছোট ছেলে ডাক্তার মাহমুদ উল্লাহ সাইফ। তিনি ৩৪তম বি সি এস ক্যাডার, সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
প্রথম জানাজা পিজি হাসপাতাল সেন্ট্রাল মসজিদ ঢাকা সকাল ৮: ৩০ মি:, ২য় জানাজা চাঁদপুর বক্ষব্যাধিক ক্লিনিক প্রাঙ্গণে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে এবং তৃতীয় জানাজা তার গ্রামের বাড়ি শাহারাস্তির নোয়াগাঁও গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ডা. মাহমুদুল্লাহ সাইফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর বন্ধু-শুভাঙ্খী ও চিকিৎসক সমাজ। সেইসঙ্গে ডা. মাহমুদুল্লাহ সাইফের তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদক, ১৯ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur