চাঁদপুর ফয়সাল শপিং কমপ্লেক্সে ৬০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

চাঁদপুর  শহর বাস স্টেশনের ফয়সাল শপিং কমপ্লেক্র  ৬০ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে ব্যবসায়ীরা কয়েক লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে । ঘটনাস্থলে গিয়ে জানা যায় , ২৬ জুন রোববার সকাল ১১ টা থেকে বিদ্যু সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুতের ট্রান্সফরমারে অতিরিক্ত লোডে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভাগ মার্কেট কতর্ৃৃপক্ষকে জানিয়েছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে দোকান মালিকরা ভালো বেচা-কেনাতে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে ফয়সাল শপিং কমপ্লেক্র বিদুৎতের ট্রান্সফরমারের এ অবস্থার পর থেকেই  ৩ দিনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোকান মালিকরা।

সারা বছর অনেকটা ঝিমিয়ে থেকে ঈদের মুহূর্তে বিদ্যুতের এ বিপর্যয় ব্যবসায়ীগণ তাদের চরম দুর্ভাগ্য হিসেবে আখ্যায়িত করছেন এ বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন।

ব্যবসায়ীদের দাবি ফয়সাল শপিং কমপ্লেক্স  ম্যানেজারের সাথে সাথে অবহিত করলে তিনি কোনো ব্যবস্থা নেননি ।  ফয়সাল শপিং কমপ্লেক্রে বিদ্যুৎ থাকায় ভুতের বাড়িতে পরিণত হয়েছে।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুন জানান, ‘বিদ্যুৎ না থাকায় আমরা অনেক সমস্যা পড়েছি।  ফয়সাল শপিং কমপ্লেক্র মালিক আউয়াল পাটওয়ারীকে জানিয়েছি তিনি বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।’

প্রতিবেদক- মো. জাবেদ হোসেন

Share