Home / চাঁদপুর / চাঁদপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড বিতরণ
Bes-Freelancer-Award

চাঁদপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড বিতরণ

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওসমান বলেছেন, প্রবাসীদের মতো ফ্রিল্যান্সাররা দেশের র‌্যামিটেন্স অর্জনে ব্যাপক ভূমিকা রাখছে। এ খাতকে টিকিয়ে রাখার জন্যে সবাই সচেষ্ট হতে হবে। এ খাতে উন্নয়নের জন্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যদি কখনো এ খাতে বিপর্যয় ঘটে তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

রোববার (১৫ এপ্রিল) বিকেল ৩ টায় চাঁদপুর রোটারী ভবনে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের আয়োজনে ‘বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষিত বেকার তরুণরা এ পেশায় এগিয়ে আসতে হবে। এসেই ডলার ইনকামের চিন্তা করা যাবে না। আগে লার্নিং (প্রশিক্ষণ) তারপর আর্নিংয়ের চিন্তা করতে হবে। ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি সরকারি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে তারা আজ সংঘবদ্ধভাবে কাজ করছে। এটা অবশ্যই ভালো দিক।’
তবে সমাজের আরো বেকার তরুণদেরকে এ কাজে এগিয়ে নিয়ে আসার আহবান জানান তিনি।

সংগঠনের সভাপতি জাহাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্তা সংস্থা ইউএনবির ডিস্ট্রিক্ট সার্ভিস এডিটর রাশেদ শাহরিয়ার পলাশ, এলইডিপির চট্রগ্রাম ও সিলেট বিভাগের কো-অডির্নেটর মো. ইকরাম, চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার হারুনুর রশিদ, এলইডিপির সাবেক কো-অর্ডিনেটর সোহেল ইয়াহিয়া, শিক্ষানুরাগী লায়ন মাহামুদ হাসান।

সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আল আমিনের উপস্থাপনায শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস এম জাকির হোসাইন, ফ্রিল্যান্সার আবদুল কাদের। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসাইন।

কর্মসূচি শেষে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কো-অর্ডিনেটর ও ট্রেইনারদেরকে সম্মাননার পাশাপাশি সর্বাধিক ডলার উপর্জনকারী জেলার ৫ জন ফ্রিল্যান্সারকে ‘বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড’ প্রদান করেন অতিথিবৃন্দ।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন মো. রায়হানুর রহমান শাওন, আতিকুর রহমান শুভ, সানজিদা নাসরিন রুপাই, রাশেদ খান মিলন ও নাজমুল হক। এর মধ্যে রায়হানুর রহমান শাওনের গত এক বছরে টোটাল ফ্রিল্যান্সিং থেকে আয় ছিলো ১০ হাজার ডলার।

স্টাফ করেসপন্ডেন্ট