অদৃশ্য জটিলতায় আটকে আছে সড়কের সংস্কার কাজ
দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে প্রায় ৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর শহরের চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক (সাবেক বঙ্গবন্ধু সড়ক) পুনঃসংস্কারের ঘোষণা এলেও, ঘোষণার তিন মাস পেরিয়ে গেলেও এখনো কাজ শুরু হয়নি। এমনকি এখন পর্যন্ত টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়নি, যা নিয়ে শহরবাসীর মধ্যে নতুন করে হতাশা ও প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছিল, সবকিছু ঠিক থাকলে তিন মাসের মধ্যেই এই সড়কের সংস্কার কাজ শুরু হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই সময়সীমা পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে বেহাল সড়কে প্রতিদিন চলাচলকারী মানুষজনকে আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস (বঙ্গবন্ধু সড়ক) সড়ক পুনঃসংস্কার প্রকল্পের প্রস্তাবনা ঢাকা এলজিইডিতে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলেই পরবর্তী কার্যক্রম, যার মধ্যে টেন্ডার প্রক্রিয়াও রয়েছে, শুরু করা যাবে।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রকল্প বাস্তবায়নে কিছু জটিলতা দেখা দেওয়ায় প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। তবে জটিলতার বিষয়টি তারা সুস্পষ্ট করে বলেননি। এসব জটিলতার প্রকৃতি স্পষ্ট না হলেও, দীর্ঘ প্রশাসনিক ধাপ, নথিপত্র যাচাই এবং দাপ্তরিক অনুমোদনের জটিলতাই বিলম্বের প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।
সরজমিনে দেখা গেছে, চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এই সড়কটি এখনো খানাখন্দে ভরা। ছোট বড় অসংখ্য গর্তের কারনে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন সিএনজি, অটোরিকশা, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি চলাচলের ফলে দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে আগের মতোই।
শহরে প্রবেশ এবং বাহির হওয়া বিভিন্ন যানবাহন চালক ও পথচারীরা বলছেন, ঘোষণা আর আশ্বাসের অভাব নেই, কিন্তু বাস্তবে কাজ না হলে দুর্ভোগ কমে না। দ্রুত অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরুর দাবি জানিয়েছেন তাঁরা।
গত কয়েক বছরের টানা দুর্ভোগ ও ভোগান্তিতে এখন শহরবাসীর একটাই প্রত্যাশা, অদৃশ্য জটিলতা কাটিয়ে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু হোক এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটুক।
এবিষয়ে চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া জানান, প্রকল্পটির প্রয়োজনীয় নথিপত্র এবং টেন্ডার অনুমোদনের জন্য ঢাকা এলজিইডিতে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই আগামী এক মাসের মধ্যেই চাঁদপুর–ফরিদগঞ্জ বাইপাস (বঙ্গবন্ধু) সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, কিছু জটিলতার কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে, তবে এসব জটিলতা সম্পর্কে বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবুও আশা করা হচ্ছে, অনুমোদন প্রক্রিয়া শেষ হলেই কাজ দ্রুত এগিয়ে নেওয়া যাবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৪ ডিসেম্বর ২০২৫