চাঁদপুর ফরিদগঞ্জ বাইপাস সড়ক যেনো ছোট ছোট পুকুর!

চাঁদপুর ফরিদগঞ্জ বাইপাস সড়ক ও সাবেক বঙ্গবন্ধু সড়ক নামে পরিচিত। বর্তমানে সড়কটির বেহাল চিত্র ধরা পড়েছে।

গত কয়েক বছর ধরেই সড়কির বেহাল দশা। এর আগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ নিয়ে সংবাদ প্রকাশের পর পৌরসভা কর্তৃপক্ষ কিছু অংশে সাময়িকের জন্য কিছু অংশে সংস্কার কাজ করলেও অব্যাহত বৃষ্টিতে আবারও সড়কের বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে ছোট- বড় গর্ত ও জলাবদ্ধতা। সড়কজুড়ে কাদা, পানি ও উঁচু–নিচু গর্তের কারণে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে।

জনদুর্ভোগ কমাতে দ্রুত ও টেকসই সংস্কার কাজের দাবি স্থানীয়দের।

ছবি ও প্রতিবেদন : কবির হোসেন মিজি