ফরিদগঞ্জ

বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে: মেয়র মাহফুজ

চাঁদপুর ফরিদগঞ্জে পৌরসভার মেয়র মো.মাহফুজুল হক বলেছেন,করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। অবশ্যই বাইরে বের হলে বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যদি সচেতন না হই,তবে আবারো আমাদেরকে ভয়াবহ বিপদের মধ্যে পড়তে হবে।

ইতিমধ্যেই বিভিন্ন দেশে লকডাউন শুরু হয়েছে। আমরা চাই আমাদের জীবনযাত্রা স্বাভাবিক রেখে করোনা মোকাবেলা করতে। তাই সর্বস্তরের মানুষ অন্তত মাস্ক পড়া নিশ্চিত করতে হবে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ পশ্চিম বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ কালে একথা বলেন।

এসময় তিনি আরো বলেন,করোনাকালে তিনি সকল ভয়কে উপেক্ষা করে ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিয়েছি।

কারণ মানুষ যাতে অযথা বাইরে এসে জড়ো হয়ে করোনা আক্রান্ত না হয়। সাধারণ মানুষকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রদান করা হয়েছে। আশা করছি আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।

মাস্ক বিতরণকালে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:শিমুল হাছান,১৯ নভেম্বর ২০২০

Share