চাঁদপুরে জঙ্গিবাদ ও ধ্বংসাত্বক কার্যকলাপ রোধ কল্পে শিক্ষার্থীদের সচেতনতায় শনিবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর সদরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্র করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিপদগামী করছে। বাংলাদেশে কখনো জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে না। তিনি শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে সর্তক থাকার আহবান জানান।’
সিনিয়র করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৫:৩০ পিএম, ৬ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ