চাঁদপুর শিল্পী সহায়তা সমিতির আয়োজনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত পরিষদ ও আইনজীবি সমিতির নির্বাচনে তরুণ সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে ফুলেল শুভেচ্ছা স্বরুপ সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর শিল্পী সহায়তা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক কমলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়া বেপারী।
চাঁদপুর শিল্পী সহায়তা সমিতির সভাপতি অ্যাডভোকেট কালাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর ড্রামার সাধারন সম্পাদক মানিক পোদ্দার।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক অ্যাভোকেট বদরুল আলম চৌধুরী, অ্যাড. আব্দুল কাদের, রেজিষ্ট্রারিং অথরিটি মো. শিহাবুল আলম শিবলী, রেজিষ্ট্রারিং অথরিটি মো. আজিজুল হক হিমেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এম লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ, বর্তমান সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, সিনিয়র সহ-সভাপতি অভিজিত রায়, সহ-সভাপতি শাওন পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সহ-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান গাজী ও দপ্তর সম্পাদক কবির হোসেন মিজি প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত, নতুন কুড়ির সাধারণ সম্পাদক মানছুরা আক্তার কাজল, চাঁদপুর শিল্পী সহায়তা সমিতির উপদেষ্টা শ্যাম সুন্দর রায়, কোষাধ্যক্ষ লিটন সরকার, সহ-সাংগঠনিক মোঃ রতন বেপারী সেলিম, সাংস্কৃতিক সম্পাদক বিরেন সাহা, হোমিও চিকিৎসক শ্রাবনী সাহা প্রমুখ।
স্টাফ করেসপন্ডেট,২২ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur