বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশেন চাঁদপুর জেলা শাখার ২০১৮-১৯ এর তফসিল ঘোষনা করা হয়েছে। রোববার (৮ এপ্রিল) রাতে প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, নির্বাচন কমিশনার এমএ লতিফ ও চৌধুরী ইয়াসিন ইকরামের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় : মনোনয়নপত্র ক্রয় ১৩ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা, জমা দেওয়ার শেষ সময় ১৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত, যাচাই বাছাই ১৭ এপ্রিল, ভোটর তালিকা প্রকাশ ১৯ এপ্রিল বেলা ১২ থেকে বিকেল ৩টা পর্যন্ত, প্রতীক বরাদ্দ ২১ এপ্রিল সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং নির্বাচন ২৭ এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া মনোনয়নপত্র ক্রয়, জমা, প্রত্যাহার, যাচাই বাছাই, ভোটর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ স্থান ক্যাফে কর্ণার ৪র্থ তলা দৈনিক আমাদের সময় কার্যালয়।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur