চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী। সভা পরিচালনা করেন নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ।সভায় সভাপতির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কল্যাণ ও প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে এই কমিটি নিরলসভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতাই আমাদের শক্তি। চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল পর্যায়ের সাংবাদিকদের পাশে থাকবে চাঁদপুর প্রেসক্লাব।
তিনি আরো বলেন, আমি আপোষহীন নেত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী ও প্রেস ক্লাবের যে সকল সদস্যরা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। চাঁদপুর প্রেস ক্লাব এর গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে নীতি নির্ধারনী পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদে ২০২৬সালের কমিটি নির্বাচিত ও অনুমোদন করা হয়েছে। আমি প্রেস ক্লাবের নীতি-নির্ধারনী কমিটির সদস্য সহ সকল পর্যায়ের সদস্যদের ধন্যবাদ জানাই। আমরা সকল সদস্যদের সহযোগিতায় প্রেস ক্লাব পরিচালনা করতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা প্রেস ক্লাবকে এগিয়ে নিতে পারবো। চাঁদপুর প্রেস ক্লাব ঐতিহ্যবাহী প্রেসক্লাব। আমাদের সাংবাদিকদের মধ্যে ঐক্য রয়েছে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ।
বক্তারা নব-গঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে চাঁদপুর প্রেস ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো: জাকির হোসেন, সম্পাদক মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য ফারুক আহম্মদ, একে আজাদ, মো. নেয়ামত হোসেন, মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন। পরে আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী, চাঁদপুর প্রেস ক্লাবের মরহুম সদস্য, প্রয়াত সদস্য, অসুস্থ্য সদস্য, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও ২০২৬সালের কার্যনির্বাহী পরিষদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা করা হয়।
সভায় প্রেসক্লাবের ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। কর্ম-পরিকল্পনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা জোরদার, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়া বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কমিটির কার্যনির্বাহী পরিষদের সকলকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। সভা শান্তিপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
স্টাফ করেসপন্ডেট/
৮ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur