চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়রি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার দুপুরর চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এই ক্যালেন্ডার ও ডায়রি প্রদান করা হয়। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার এবং চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের হাতে প্রেস ক্লাবের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়রি তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদপুর প্রেসক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক/
১১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur